আফসানা হত্যার প্রতিবাদে নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

আফসানা ফেরদৌসকে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। ছবি : এনটিভি
ছাত্র ইউনিয়নের কর্মী আফসানা ফেরদৌসকে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১১টায় শহরের কালিবাড়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি সংগীতা সরকার, সহসভাপতি তপতী শর্মা, জেলা ছাত্র ইউনিয়ন নেতা আওলাদ হোসেন রনি। পরে জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি সালাহ উদ্দিন খান রুবেল মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ।
এ সময় বক্তারা প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করে অবিলম্বে আফসানা ফেরদৌসকে হত্যাকারী ছাত্রলীগ নেতা রবিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।