‘ফেসবুকে লাইক দেওয়ায়’ ব্যবসায়ীর হাত ভাঙল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরে পরিবহন ব্যবসায়ী আবুল খায়েরকে পিটিয়ে হাত ভেঙে ৫০ হাজার টাকা ও সোনার চেইন লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ব্যবসায়ীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবিতে লাইক দেওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার চররুহিতা গ্রামের রাকিব সম্প্রতি অসামাজিক কাজে ধরা পড়েন। লোকজন তাঁকে মারধর করে ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। অন্য এক ব্যক্তির ফেসবুকে আপলোড করা ছবিতে ব্যবসায়ী খায়ের লাইক দেন।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার সময় তিনি রায়পুরের রাখালিয়া থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রাকিব চররুহিতা গ্রামে তাঁর পথরোধ করেন। রাকিবের নেতৃত্বে স্থানীয় কাউছার, পারভেজ ও হারুন তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে খায়েরের কাছে থাকা ৫০ হাজার টাকা ও সোনার চেইন নিয়ে তাঁরা পালিয়ে যান।
আবুল খায়ের বলেন, ‘ফেসবুকে ছবিতে লাইক দেওয়াই আমার অপরাধ। এ জন্য কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর প্রকাশ্যে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা করব।’ তবে এ বিষয়ে রাকিবের বক্তব্য জানা যায়নি।
সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার কমলা শীষ রায় বলেন, আবুল খায়েরের বাম হাতের একটি হাঁড় ভেঙে গেছে। এ ছাড়া ডান হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।