জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন হানিফ

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন এমন অভিযোগ এনে তাঁর মরণোত্তর বিচার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে এ দাবি করেন হানিফ।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ওই সময় বঙ্গবন্ধু হত্যার পেছনে এই খুনি জিয়াউর রহমানের সঙ্গে আর কারা কারা চক্রান্তকারী হিসেবে ছিল তাদেরও খুঁজে বের করে তাদের বিচার করা হোক। বিচারের মধ্য দিয়ে জাতির সামনে মুখোশ উন্মোচন করা হোক।’
এই হত্যাকাণ্ডের সাথে নেপথ্যে যারা জড়িত ছিলেন তাদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান হানিফ। এখন জঙ্গিবাদের যে বিস্তার ঘটেছে তার বীজ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রোপিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানি ভাবধারার মানুষদের সমূলে বিনাশ না করা গেলে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না বলেও মত দেন এই আওয়ামী লীগ নেতা।