নেত্রকোনায় শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান

‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান।
জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয় বৃক্ষমেলা।
গতকাল মঙ্গলবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোজাম্মেল হক।
জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিলাস চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক ড. আবদুর রহিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন প্রমুখ।
সপ্তাহব্যাপী আয়োজিত মেলায় জেলা উপজেলা থেকে নার্সারি মালিক ও বিভিন্ন গাছের খুচরা চারা বিক্রেতারা মেলার মাঠে তাদের বাহারি ফুল-ফল ও ঔষধি গাছ দিয়ে ৩০টি স্টল সাজান। সমাপনী দিনে সেরা নার্সারি মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।