ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
আজ মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ মোল্লা ও কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জানান। তাঁরা জানান, সকালে ফুলপুরে ট্রাকচাপায় নিহত হয়েছে মাহিন (৬) নামের এক শিশু। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে, সকাল ১০টার দিকে জেলার চুরখাই পাঁচ রাস্তার মোড়ে যাত্রী নিয়ে একটি টেম্পো দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি বাস টেম্পোকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে পাঁচজন আহত হন।
গুরুতর আহত যুবক সোহেল (৩০) ও স্কুলছাত্রী দিবাকে (১২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল।
আহত দিবা চুরখাই নাজিরাবাদ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার খবর পেয়ে দিবার সহপাঠী ও স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাসের চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ জানায়, বাসটি আটক করেছে পুলিশ। তবে চালক আগেই পালিয়ে যায়।