নেত্রকোনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামছুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ঘাগড়া গ্রাম থেকে শামছুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, প্রতিবেশী রেজিয়া বেগমকে হত্যার দায়ে ১৯৯৮ সালে শামছুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। তখন থেকে তিনি পলাতক ছিলেন।
পরে ২০১৪ সালে ওই মামলার দীর্ঘ শুনানি শেষে শামছুল আলমের অনুপস্থিতিতে আদালত শামছুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।