’৭৫-এর ষড়যন্ত্রকারীরা জঙ্গি হামলা চালাচ্ছে : হানিফ

বায়তুল মোকাররমে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম। ছবি : এনটিভি
১৯৭৫-এর ১৫ আগস্টের ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে এখনো গুপ্ত ও জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত শোক দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভায় হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেছেন, যে কারণ দেখিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন না করার কথা ঘোষণা দিয়েছেন, তা থেকে বোঝা যায় তাঁর মানসিকতা পরিবর্তন হয়নি।
আওয়ামী লীগ নেতা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নয়, দেশের বন্যা ও সার্বিক অবস্থা বিবেচনা করে খালেদা জিয়া এবারের জন্মদিন পালন করেননি। এ থেকেই দিয়েই বোঝা যাচ্ছে, বিএনপি নেত্রীর মনমানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন হানিফ।