উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদ উসকে দেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতেই জামায়াত-শিবির ও বিএনপি দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উসকে দিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে।
জঙ্গি দমন না করে ঘরে ফিরব না উল্লেখ করে প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, ‘জঙ্গি দমন আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশে কোনো আইএস নেই। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত।’
প্রতিমন্ত্রী দেশবাসীকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আজ শনিবার বিকেলে নেত্রকোনা জেলা পাবলিক হলে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার প্রতিবাদে জেলা কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সংসদ সদস্য ছবি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন পণ্ডিত, জেলা যুবলীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম ফকির, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সামছুন্নাহার বিউটি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি, শ্রমিক লীগের আব্দুল গফুর প্রমুখ।