টানা বর্ষণে বিপর্যস্ত কেশবপুর

যশোরের কেশবপুরে টানা বর্ষণে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় পাঁচ হাজার হেক্টর ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে। ক্ষতি হয়েছে অসংখ্য মাছের ঘের ও পুকুরের।
মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে কেশবপুরে এ অবস্থার সৃষ্টি হয়। উপজেলা কৃষি ও মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ৬৪৫টি মাছের ঘের ও ৪৪৫টি পুকুর পানিতে ভেসে যায়। আউশ, আমন ধান, পান ও সবজিসহ পাঁচ হাজার হেক্টর ফসলের ক্ষেত ডুবে যায়।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মোতালেব বলেন, ‘বুড়িভদ্রা ও হরিহর নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, তাঁর ইউনিয়নের আলতাপোল, মাগ্ররাডাঙ্গা, রামচন্দ্রপুর, ব্যাসডাঙ্গা ও মধ্যকুল গ্রামের ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অপর দিকে পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে ২০-২৫টি কাঁচাঘর ধ্বসে পড়েছে বলে চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান।
এদিকে পল্লী বিদ্যুৎ কেশবপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (ডিজিএম) ছিদ্দিকুর রহমান জানান, অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ বিতরণ লাইনের ৫৬টি জায়গায় গাছ উপড়ে ও ভেঙে পড়েছে। এ ছাড়া পাঁচটি খুঁটি ভেঙে ও ৩১টি জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। ৩৩ কেভি লাইনে গাছ উপড়ে পড়ার কারণে মঙ্গলবার রাত থেকে এ পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির জানান, তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করে বদ্ধ পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।