নেত্রকোনায় খাদ্যগুদামে বস্তাচাপায় শ্রমিক নিহত

নেত্রকোনায় সরকারি খাদ্যগুদামের ধানের বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা সরকারি খাদ্যগুদামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জালাল উদ্দিন (৫০)। তিনি একই উপজেলার জঈনপুর গ্রামের বাসিন্দা।
মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুল আলম তরফদার জানান, আজ দুপুরে মোহনগঞ্জ খাদ্যগুদামের ভেতরে জালালসহ অন্য শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় সময় হঠাৎ গুদামের ধানের বস্তার সারি বা খামাল ভেঙে পড়ে। এতে ধানভর্তি বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জালাল। দ্রুত তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।