খাদ্যে বিষক্রিয়া, গোপালগঞ্জে পাঁচজনের কারাদণ্ড

গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় খাদ্য সরবরাহকারী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মালিকসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন ওই রায় দেন। একইসঙ্গে রোমাঞ্চ রেস্তোরাঁ নামের ওই রেস্তোরাঁর রান্না করা ভুনা খিচুরি জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রেস্তোরাঁর মালিক আরিফুল ইসলাম মন্টুকে এক মাসের, মন্টুর বড় ভাই সাইফুল ইসলাম মোল্লার ১৫ দিন, ছোট ভাই শরিফুল ইসলাম মোল্লার তিনদিন, ম্যানেজার কাইয়ুম মোল্লার তিনদিন এবং কর্মচারি লিটন শেখকে সাতদিনের বিনাশ্রম সাজা দেওয়া হয়।
আজ সোমবার সকালে গোপালগঞ্জ শহরের আল-জামিয়াতুল মোহাম্মদিয়া কোর্ট মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যে বিষক্রিয়ায় ৩২ ছাত্র অসুস্থ হয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, শহরের এক ব্যবসায়ী মাঝেমধ্যে এখানকার ছাত্রদের খাবার দিয়ে থাকেন। আজও স্থানীয় রোমাঞ্চ রেস্টুরেন্ট থেকে খাবার এনে কেরাত বিভাগের ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করেন তিনি। সকালের নাশতা হিসেবে মাদ্রাসা ছাত্রদের ভুনা খিচুড়ি ও ডিম সরবরাহ করা হয়।