কেন্দুয়ায় যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাবিবুর রহমান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত হাবিবুর ফতেপুর কান্দাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।