জঙ্গি-সন্ত্রাসীদের বাঁচাতেই খালেদা জিয়া ঐক্যের কথা বলছেন

ঐক্যের কথা বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ভেতরে থাকা জঙ্গি-সন্ত্রাসীদের রক্ষার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির নেতৃত্বেই কিন্তু আজকে জামায়াত ও বিএনপির সন্ত্রাসীরা সারা দেশে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে গত কয়েক বছর ধরেই। দেশবাসী এটা জানে। আজকে সেই সব সন্ত্রাসীকে রক্ষা করার জন্যই বিএনপি নেত্রী খালেদা জিয়া ঐক্যের ধুয়া তুলেছেন।’
‘তাঁর দলের অভ্যন্তরে যে সমস্ত সন্ত্রাসী আছে এবং তাঁর জোটের মধ্যে যে সন্ত্রাসী দল, যুদ্ধাপরাধীর দল জামায়াতে ইসলামী আছে, তাদের সঙ্গ ত্যাগ করে বের হয়ে যদি আসতে পারেন, তাহলে হয়তো দেশবাসী তাঁদের সঙ্গে ঐক্যের কথা বা তাঁদের সঙ্গে আলাপের কথা ভাবতে পারে।’
হানিফ আরো বলেন, বর্তমান জঙ্গি-সন্ত্রাসবাদ একাত্তর-পঁচাত্তরের ষড়যন্ত্রেরই ধারাবাহিকতার অংশ। জঙ্গিদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। খুব শিগগির তাদের মূলোৎপাটন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এবারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়াকে জন্মদিন পালন থেকে বিরত থাকার আহ্বান জানান হানিফ। ওই সময় বনানী কবরস্থানে মন্ত্রিপরিষদের সদস্য, কেন্দ্রীয় ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরাও ফুল দিয়ে শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা শেখ কামালের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।