খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমির আটক

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেনকে (৫৮) আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে উপজেলার কৃষ্টপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর এ নেতাকে আটক করা হয়। তিনি কৃষ্টপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য মাওলানা ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি কৃষ্টপুরে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
এ সময় অন্যরা পালিয়ে যায়। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।