নলছিটিতে ইয়াবাসহ যুবলীগকর্মী গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার দুপুরে নলছিটি পৌর এলাকার পরমপাশা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন শাহীন নাচনমহল ইউনিয়নের বাসিন্দা।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরমপাশা গ্রাম থেকে যুবলীগকর্মী দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১২৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে র্যাব তাঁকে নলছিটি থানায় হস্তান্তর করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বলেন, ইয়াবা উদ্ধার ও আটকের ঘটনায় র্যাব ৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।