বন্যাদুর্গতদের পুনর্বাসনেও পাশে থাকবে সরকার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনে দুর্গতের পাশে থাকবে সরকার।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় দুর্গা নারায়ণ (ডিএন) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গতের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সারা দেশে বন্যাদুর্গতদের জন্য মনিটরিং টিম কাজ করছে। ত্রাণসামগ্রী বিতরণ তদারকি করছেন তাঁরা। যেখানে যা প্রয়োজন, সেখানে তা-ই করা হবে। তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। প্রয়োজনে ঘরে ঘরে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
মন্ত্রী আরো বলেন, ‘মানিকগঞ্জ জেলায় বন্যাদুর্গতদের জন্য ৩৬৫ টন ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। আজ ঘিওরে এক হাজার দুর্গতের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে এবং প্রত্যেককে নগদ ১০০ টাকা করে দেওয়া হবে।’
ত্রাণ বিতরণের সময় মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, সড়ক ও জনপথের (সওজ) ঢাকা বিভাগীর তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান, মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী ও টাকা বিতরণ করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ শহরে বন্যাদুর্গতদের জন্য রুটি প্রকল্প উদ্বোধন করেন তিনি।