নেত্রকোনায় প্রেসক্লাব ও বারের বহুতল ভবন নির্মিত হচ্ছে

নেত্রকোনার জেলা প্রেসক্লাবের পুরাতন ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। এজন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সাংবাদিক সমাজ। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণের বরাদ্দ পাওয়ার বিষয়টি জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি ড. মুশফিকুর রহমানের মাধ্যমে নিশ্চিত করেছেন।
সুখবরটি জানার পর সোমবার জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সদস্য আ ক ম রফিকুল ইসলাম আপেল, প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ভজন দাস, সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, তরিকুল ইসলাম রাজা, সুজাদুল ইসলাম ফারাস, আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
গত ১৬ মে জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নেত্রকোনায় এক মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। পরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের ১৯৫২ সালে নির্মিত পুরাতন ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের জন্য আর্থিক অনুদানের জন্য দাবি জানানো হয়। জেলা প্রেসক্লাবের ডিজাইন ও প্রাক্কলন তৈরি করে পাঠানোর পর অর্থমন্ত্রী বরাদ্দের অনুমোদন করেন এবং এক কোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেন।
এ সময় সাংবাদিকরা নেত্রকোনাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও নেত্রকোনার কৃতী সন্তান প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
প্রেসক্লাবের বরাদ্দের পাশাপাশি একই সঙ্গে নেত্রকোনা জেলা বার ভবন নির্মাণের জন্য তিন কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।