হাসপাতালে লাশ রেখে পালাল তিন যুবক

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির (৪০) মরদেহ রেখে পালিয়েছে গেছে তিন যুবক। আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল বারী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসক জানান, বিকেলে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তিন যুবক। এ সময় ওই ব্যক্তির নাক-মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল। দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হয়। এক ঘণ্টার ব্যবধানে তিনি মারা যান।
এ দিকে মৃত্যুর ঘটনার পর পরই তিন যুবক হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না বলে লাশ রেখে কৌশলে পালিয়ে যায়। পরে বিষয়টি নেত্রকোনা মডেল থানা পুলিশকে জানানো হয় বলে জানান চিকিৎসক সাইফুল।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ গিয়েছিল। জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় অটোরিকশার ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।