নেত্রকোনায় ফিলিং স্টেশনে হামলা, লুটপাট

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্রের মাত্র কয়েক গজ দূরে জমজম ফিলিং স্টেশনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা সেখানে ভাঙচুর করে চার লাখ ৫৫ হাজার টাকা লুটপাট করে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশনের ওয়েল রিডিং মিটার ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়াসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ এলাকার মিথুন আজমী নামের এক ব্যক্তির সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ফিলিং স্টেশনের কর্মীদের কেচি গেটের ভেতরে তালাবদ্ধ করা হয়।
ফিলিং স্টেশনের মালিক হাজি খায়রুল আমিন জানান, সন্ত্রাসী মিথুন তাঁর লোকজন নিয়ে দেশীয় অস্ত্র রড নিয়ে হামলা চালায়। তিনি পুলিশ প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঘটনাস্থল পরিদর্শন করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।