নেত্রকোনায় যাত্রীবাহী বাস খাদে, একজন নিহত

নেত্রকোনা-মদন সড়কে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ যাত্রী।
গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন (৬৫)। তিনি আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের ছয়াশি গ্রামের প্রয়াত সাহেদ আলীর ছেলে।
আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের আটপাড়া, নেত্রকোনার স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গতকাল দুপুরে ‘খান এন্টারপ্রাইজ’ নামে বাসটি নেত্রকোনা থেকে মদন যাচ্ছিল। পথে তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়।
ওই সময় যাত্রীরা যে যেভাবে পেরেছেন বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ইসলাম উদ্দিন নিচে চাপা পড়ে নিহত হন।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালিয়ে নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাস দুর্ঘটনার খবর পেয়ে আটপাড়া উপজেলার চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফ হোসেন, সহকারী পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মামুন খান চিশতী ঘটনাস্থল পরিদর্শন করেন।