নেত্রকোনায় আরজেএফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরজেএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনাসভার আয়োজন করা হয়। ছবি : এনটিভি
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার আরজেএফের নেত্রকোনা জেলা শাখা ওই আলোচনা সভার আয়োজন করে।
আরজেএফের জেলা সভাপতি দিলওয়ার খানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন নেত্রকোনা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, এম কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সদস্য সচিব এম ফখরুল হক, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ভজন দাস, আরজেএফের জেলা সহ সভাপতি আলতাবুর রহমান কাসেম, সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।
পরে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।