এনটিভি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল

বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর দ্রুত রোগমুক্তি কামনায় নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এনটিভি নেত্রকোনা প্রতিনিথি ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আজ সোমবার দুপুরে জেলা প্রেসক্লাব ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সম্পাদক এম ফখরুল হক, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাস, সাংবাদিক আলতাবুর রহমান কাশেম, এ কে এম আবদুল্লাহ, রুরাল জার্নালিস্ট ফোরামের নেত্রকোনার সভাপতি দিলওয়ার খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা দোয়া মাহফিলে অংশ নেন।