বরিশালে বৃক্ষমেলার উদ্বোধন

বরিশাল নগরীতে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়।
পরে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম।
সামাজিক বন বিভাগ, জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভার সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ।
সভার পর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেলুন উড়িয়ে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে।
মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫০টি স্টল রয়েছে। প্রত্যেক স্টলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, ফুল, বনজ, ওষুধি গাছের চারা নিয়ে এসেছে ব্যবসায়ীরা।