দেশে জঙ্গিবাদের স্থান নেই : যুব ও ক্রীড়া উপমন্ত্রী

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন,দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই,সব ষড়যন্ত্র প্রতিহত করেই উন্নয়ন অব্যাহত থাকবে।
গতকাল শনিবার বিকেলে নেত্রকোনা ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এ কথা বলেন।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এর ব্যয় ধরা হয়েছে,সাত কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৭ ২৩ টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্স লিমিটেডের আগামী ১৫ নভেম্বর ২০১৭ তারিখের মধে এর কাজ সমাপ্ত করার কথা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস,জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান,জেলা সিভিল সার্জন বিজন কান্তি সরকার,পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইসমত কিবরিয়া,জেলা আওয়ামী লীগনেতা নূর খান মিঠু। এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।