নেত্রকোনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে নেত্রকোনায় যুবদলের জেলা শাখা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে জেলা শহরের বড়বাজার থেকে জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশু, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাসুদ, পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক টুটুন আহমেদ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমানকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয় পান। তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা ও প্রহসনের মামলায় সাজা দেওয়া হয়েছে। তারা মিথ্যা ও প্রহসনের মামলায় সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান।