লক্ষ্মীপুরে জামায়াতের ১১ নারী সদস্য আটক

লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী এলাকার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর ১১ নারী সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে জামায়াতের চার-পাঁচটি বই উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাছিমা আক্তার (২৮), পপি বেগম (২৩), কোহিনূর বেগম (৪৫), জান্নাতুল ফেরদাউস (৩৬), রোকেয়া বেগম (৩০), শিরিন আক্তার (৫০), পারভীন আক্তার (২৫), ফেরদৌসি বেগম (৩০), রুনু (৪০), তাসকিয়া (৪৫) ও কুলসুম আক্তার (৩৫)। তাঁরা সবাই সদর উপজেলা, রামগঞ্জ ও লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম জানান, গোপন বৈঠককালে জামায়াতের ওই ১১ নারী সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জামায়াতের বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়টি আটক ব্যক্তিরা স্বীকার করেছেন। জামায়াতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত করার জন্য ওই নারী সদস্যরা গোপন বৈঠকে মিলিত হন বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।