নেত্রকোনায় কর্নেল তাহের দিবস পালিত

নেত্রকোনায় কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪০তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে ‘কর্নেল তাহের সংসদ’ আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে আবু তাহেরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাদেক হোসেন, কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক শফিকুল ইসলাম, নেত্রকোনা জেলা জাসদের সভাপতি নির্মল কুমার দাস, ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিন, নেত্রকোনা জেলা জাসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকন্দ প্রমুখ।
মুক্তিযোদ্ধা আবু তাহের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজনীতির অনুসারী ছিলেন। ১৯৭৬ সালের ১৭ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সামরিক ট্রাইব্যুনালে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ২১ জুলাই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মুক্তিযুদ্ধের সময়ে আবু তাহের পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে দেরাদুনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। এর পর তিনি বাংলাদেশে এসে টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেন। এ সময় যুদ্ধে তিনি একটি পা হারান।