নেত্রকোনায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নেত্রকোনায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ র্যালি বের হয়। ছবি : এনটিভি
‘কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা’ স্লোগান সামনে রেখে বিভিন্ন আয়োজনে নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জেলায় হয়েছে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সেবাদান কর্মসূচি।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মো. আজমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি ড. মো. মুশফিকুর রহমান।
ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মতিন প্রমুখ।