নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদকে স্মরণ

নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে হামলার আশঙ্কায় কর্মসূচি একদিনে নামিয়ে আনা হয়। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এসব কর্মসূচিতে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নজরদারি।
লেখকের পৈতৃক নিবাস নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের হাতে গড়া স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ দিবসটিতে নানা কর্মসূচির আয়োজন করে। তবে ১০ জুলাই স্কুলে দুজন অপরিচিত যুবকের উপস্থিতি, তাদের সন্দেহজনক আচরণের কারণে এবং হামলার আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ একদিনেই কর্মসূচি সমাপ্ত করে।
কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, স্মৃতিচারণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রথিতযশা এই লেখককে।
এ ছাড়া হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ, সান্ধিকোনা ফাতেমা বয়স্ক শিক্ষাকেন্দ্রসহ স্থানীয় বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোকর্যালি, আলোচনা সভার আয়োজন করে।
২০১১ সালে হুমায়ূন আহমেদের শরীরে ক্যানসার ধরা পড়ে। দেশ ও দেশের বাইরে অনেক চিকিৎসার পরও সুস্থ হয়ে ওঠেননি তিনি। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই লেখক। নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় তাঁকে সমাহিত করা হয়।