দেবরের মারধরে আহত ভাবির মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দেবরের মারধরে আহত গৃহবধূ নাছিমা বেগম (২৭) মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত নাছিমা কাঁঠালিয়ার আওরাবুনিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ও তিন সন্তানের জননী।
স্থানীয় লোকজন জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৩ জুলাই বড় ভাইয়ের স্ত্রী নাছিমাকে লাঠি দিয়ে বেদম মারধর করেন মো. ইসরাফিল। আহত গৃহবধূকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।