জঙ্গিবাদ প্রতিরোধে নেত্রকোনায় মানববন্ধন

গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক—সুজনের উদ্যোগে আজ শনিবার দুপুরে মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সুজনের জেলা সভাপতি শ্যামলেন্দু পাল, সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাংবাদিক মাহবুবুল কিবরিয়া হেলিম, শিক্ষক কাজী মো. আরিফুল ইসলাম রিপন প্রমুখ।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের দাবি জানান।