তেলবোঝাই ট্রাকসহ তিন ‘চোরাকারবারি’ আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুন হাট এলাকা থেকে ১০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলবোঝাই ট্রাকসহ তিন ‘চোরাকারবারিকে’ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নতুন হাট এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এপিবিএনের তল্লাশি চৌকিতে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় এপিবিএনের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেছেন।
আসাদুজ্জামান জানান, ওই অপরিশোধিত জ্বালানি তেল অবৈধভাবে বিক্রির জন্য শরীয়তপুর থেকে বরিশালে নেওয়া হয়েছে।