গুলশান-শোলাকিয়ায় হামলার প্রতিবাদে নেত্রকোনায় মৌন মিছিল

গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার দুপুরে মোক্তারপাড়ার জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. ওমর ইবনে হাছানের নেতৃত্বে শুরু হয়ে মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. ওমর ইবনে হাছান, সহকারী পরিচালক শফিকুর রহমান সরকার, এন আকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাতেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এৱ কে এম মুক্তাছিম বিল্লাহ, মাওলানা মো. উমর ফারুক, মাওলানা মো. আবুল কালাম প্রমুখ।
এ সময় গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান তারা। জেলা শহরের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা মৌনমিছিলে অংশ নেন।