ময়মনসিংহ সরকারি কলেজে শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত

শুভেচ্ছা ক্লাসের মধ্য দিয়ে ময়মনসিংহ সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকালে ক্লাস শুরু হয় কলেজটিতে।
এবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাড়ে ৫০০ শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী এই কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কলেজটিতে বিজ্ঞান বিভাগে ১৫০ জন, মানবিক ও ব্যবসা শিক্ষায় ২০০ করে ৪০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
প্রতি বছর এইচএসসি পরীক্ষার পর সরকারি প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষার্থী ও অভিভাবকরা বিপাকে পড়ে। তবে নতুন এই সরকারি কলেজে এবার বাড়তি আসন সৃষ্টি হওয়ায় অনেক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পেয়েছে।
১৯৬৬ সালে ডিপ্লোমা ইন কমার্শিয়াল, ২০০৩ সালে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ নামে কলেজটি সরকারিভাবে পরিচালিত হয়ে আসছিল। চলতি বছরই যুগোপযোগী শিক্ষার প্রয়োজনে কলেজটি ময়মনসিংহ সরকারি কলেজে (সাধারণ) রূপান্তর করা হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এম এন এম জাকির হোসেন বলেন, ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি ছিল উচ্চমাধ্যমিক পর্যায়ে আরেকটি সরকারি কলেজের। সাড়ে ৫০০ আসনের ময়মনসিংহ সরকারি কলেজ সেই দাবির কিছুটা হলেও পূরণ করেছে। প্রতিষ্ঠানপ্রধান হিসেবে এখন চ্যালেঞ্জ হচ্ছে ফল ভালো করা।