আইন ভাঙবেন না, প্রার্থীদের সিইসি

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। মতবিনিময়ে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।
কাজী রকিব বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন করার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা আইন ভঙ্গ করবেন না। আইন ভঙ্গ করে নিজের ক্ষতি করবেন না।’
অযথা কোনো প্রার্থী যেন হয়রানির শিকার না হন, সেদিকে দৃষ্টি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান সিইসি। একই সঙ্গে ভোটারদের রায় খোলামনে গ্রহণ করতেও প্রার্থীদের প্রতি অনুরোধ করেন তিনি।
‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করবেন। ভোটকেন্দ্র রক্ষা করুন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। ভোট সুষ্ঠু করার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। কোনোরকম ছাড় দেওয়া হবে না,’ যোগ করেন সিইসি।
প্রার্থীদের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নির্বাচনী পর্যবেক্ষক যাঁরা থাকবেন, তাঁদের সবার সামনেই ভোট গণনা করা হবে এবং ভোটকেন্দ্রেই ফল প্রকাশ করা হবে বলে জানান সিইসি। এ ছাড়া ভোটাররা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ভোটকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন বলেও জানান তিনি।
নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সিইসি বলেন, ‘১৯ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে বৈঠক আছে। বৈঠক শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, তার সবই করা হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, মো. আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মুখলেসুর রহমান, যুগ্ম সচিব জেসমিন টুলি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলমসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৩৬টি ওয়ার্ডের ১৬ মেয়র প্রার্থী, ২৮০ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ১২টি আসনের ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।