নেত্রকোনার মোক্তারপাড়ায় প্রধান জামাত অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জেলায় এবার এক হাজার ৬৪০টি ঈদগাহ ময়দান এবং মসজিদে ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় জেলা শহরের মোক্তারপাড়া বড় মসজিদে।
এ ছাড়া শহরের সাতপাই এন আকন্দ আলিয়া মাদ্রাসা মাঠ, নাগড়া ঈদগাহ ময়দান, হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রহ.) মাজার মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।