পিকআপকে বাসের ধাক্কা, প্রাণ গেল আটজনের

ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী পিকআপভ্যানকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে পিকআপভ্যানের আট যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ যাত্রী।
আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সারমারা গ্রামের সাগর রাসেল, ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মিনারা বেগম, তাঁর স্বামী মোবারক হোসেন ও তাঁর আত্মীয় খোকন মিয়া, আজিজুল ও সামসুন্নাহার। তাদের মধ্যে রাসেল, আজিজুল ও শামসুন্নাহার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান।
আহত অপর ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি বাস ও পিকআপভ্যান। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সদর উপজেলার বেলতলী এলাকায় পিকআপভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যান।