নেত্রকোনায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ

নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী মানু মজুমদার আজ সোমবার ঈদ সামগ্রী বিতরণ করেন। ছবি : এনটিভি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী মানু মজুমদার ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
আজ সোমবার কলমাকান্দা ও দুর্গাপুরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে দিনব্যাপী প্রায় সাড়ে ছয় হাজার বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় কলমাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, যুগ্ম আহ্বায়ক পলাশ কান্তি বিশ্বাস, দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি আবদুল হান্নান, সম্পাদক পাভেল চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি মানু মজুমদারের সঙ্গে ছিলেন।