মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ

নেত্রকোনা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা ইউনিট কমান্ডার নুরুল আমীনের সভাপতিত্বে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার আবদুল মতিন, জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শ্যামলেন্দু পাল, কবি শিমুল মিলকী, জেলা প্রেসক্লাবের তথ্যবিষয়ক সম্পাদক ভজন দাস প্রমুখ।
প্রায় ২০০ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়।