নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার জেলা শহরের ছোটবাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের ছোটবাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান অভ্র, সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু ইফতার মাহফিলে অংশ নেন।
এ ছাড়া জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ফকিরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।