সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে জখম

সাতক্ষীরা সদর উপজেলার শ্রী শ্রী ব্রহ্মরাজপুর রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫০) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের পাহারায় থাকা দুই চৌকিদারকে বেঁধে রাখে তারা। আশঙ্কাজনক অবস্থায় পুরোহিত ভবসিন্ধুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এমদাদ শেখ জানান, ভবসিন্ধুকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি এমদাদ বলেন, ‘শনিবার ভোরের দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত মন্দিরের পাহারায় নিয়োজিত দুই চৌকিদার বাবু ও ইউনুসের কাছ থেকে মোবাইল ও টর্চ লাইট কেড়ে নিয়ে মারধর করে তাঁদের রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা মন্দিরের একটি দরজা ভেঙে ঘরে ঢুকে ভবসিন্ধুকে উপর্যুপরি কুপিয়ে আহত করে।
ওসি এমদাদ জানান, দুর্বৃত্তদের দুইজন মুখোশ পরা ছিল । তাদের পায়ে ছিল কাদা-মাটি। হেঁটে এসে তারা এই হত্যার চেষ্টা করে বলে জানান তিনি ।
ওসি এমদাদ আরো জানান, এ সময় ফজরের নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা ভবসিন্ধুর এ অবস্থা দেখতে পেয়ে প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরে থানায় খবর দেয়। পুলিশ আহত অবস্থায় পুরোহিত ভবসিন্ধু বরকে হাসপাতালে নিয়ে আসে।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম জানান,পুরোহিত ভবসিন্ধুর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে। তিনি মন্দিরের একটি কক্ষে স্ত্রী সুমিত্রা বর ও পাঁচ বছরের ছেলে জগন্নাথ বরকে নিয়ে থাকেন। তাঁদের সামনেই ভবসিন্ধুকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক ( এএসআই) শওকত আলী জানান, দুর্বৃত্তদের কয়েকজনের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। তারা পুরোহিতের মাথা, পিঠ ও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। ওসি জানান দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।