লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর ছাত্রলীগের উদ্যোগে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে দলের প্রতিটি শাখায় শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শিক্ষার্থীদের মধ্যে ৫০টি অসমাপ্ত আত্মজীবনী ও ৫০টি পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।
পৌর ছাত্রলীগ নেতা সাদ্দাম পাটোয়ারীর সভাপতিত্বে বই ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউছুফ আজম সিদ্দিকী, সাবেক ছাত্রলীগ নেতা মারুফ বিন জাকারিয়া, পীরজাদা সোহরাব হোসেন, ওমর ফারুক চৌধুরী এ্যানী, মাহবুবুর রহমান রিজভী প্রমুখ।