লক্ষ্মীপুরে ছিন্নমূল শিশুদের কাপড়-বই বিতরণ

লক্ষ্মীপুরে ছিন্নমূল শিশুদের ঈদ পোশাক ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিসি এই ঈদ পোশাক ও বই বিতরণ করেন।
অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন রায়পুর ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রায়পুর ফ্রেন্ডস ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন, ফ্রেন্ডস ফোরামের সংগঠক আবদুর রহমান তুহিন, ওয়াহিদুর রহমান মুরাদ প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে ছিন্নমূল ৫০ পথশিশুকে ঈদ পোশাক ও মাধ্যমিক স্তরের মেধাবী অসচ্ছল ৩৪ শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এ সময় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।