দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়। এরপর তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা মেরে দিলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করলে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর আগে, শিক্ষার্থীরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে এবং একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সেখানেও বিক্ষোভ প্রদর্শন করে।
বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন। তবে তার আশ্বাসের পরও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে।
এই ঘটনায় শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।