বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে আমেরিকা, লন্ডন ও জার্মানির মতো উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
আজ বুধবার দুপুর ১২টায় ফরিদপুর শহরের জসিম উদ্দীন হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ৫২২ জনকে নয় মাসের তিন হাজার ৩০০ টাকা করে বয়স্ক ভাতা ও ১১৩ জনকে বিধবা ভাতা এবং চার হাজার ৫০০ টাকা করে ৪০০ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করেন।