নেত্রকোনায় দরিদ্র্যদের স্বাস্থ্যসেবা নিয়ে সভা

সমাজের অসহায় গরিব মানুষের অধিকার আদায় এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে ডিএসকের সহযোগিতায় আজ সোমবার সকালে জেলা ফেডারেশন সমন্বয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ স্কোপ প্রকল্পের উদ্যোগে এ সভা হয়।
সভায় বক্তব্য দেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়কারী শ্যামা প্রসাদ রায়, অ্যাডভোকেট জেসমিন আক্তার, ডিসিএ কর্মকর্তা প্রদীপ কুমার রায় প্রমুখ। জেলা ফেডারেশন সমন্বয় কমিটির সদস্যসহ জেলার অন্য উপজেলার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সমাজের অসহায় গরিব মানুষের অধিকার আদায় এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সংগঠনকে আরো বেগমান ও শক্তিশালী করার জন্য কর্মতৎপরতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।