নেত্রকোনায় ওমেরা এলপিজির ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোনা জেলা প্রেসক্লাব ভবনে আজ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ওমেরা এলপি গ্যাস কোম্পানি লিমিটেড। ছবি : এনটিভি
নেত্রকোনা জেলা প্রেসক্লাব ভবনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ওমেরা এলপি গ্যাস কোম্পানি লিমিটেড।
আজ রোববার জেলা শহরের মোক্তারপাড়ায় এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের আগে কালেক্টরেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেরা গ্রুপের অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) রিয়াদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ইউরো স্টার গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার শামীম হায়দার, ওমেরা পরিবেশক সুমন পণ্ডিত, ওমেরা নেত্রকোনা সদরের ডিলার দিদারুল আলম প্রমুখ।
এ ছাড়া জেলা শহরের সব ডিলার ও জেলার ১০টি উপজেলার রিটেলার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।