লক্ষ্মীপুরে মেয়েশিশু হত্যা, মা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলায় রাইসা আক্তার (১০ মাস) নামের এক মেয়েশিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
আজ রোববার সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে রাইসার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিহত শিশুর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর গ্রামের আবুল খায়েরের স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এর জেরে গতকাল শনিবার রাতের কোনো এক সময়ে মেয়েশিশুকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেন মা।
ভোররাতে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার করতে থাকেন মা। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়। পরে বাড়ির পুকুর থেকে শিশু রাইসার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
পরে মাকে পিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে মাকে আটক করে।
নিহত শিশুর দাদি করফুলি বেগম ও বাবা আবুল খায়ের জানান, শিশু রাইসাকে মা নিজে শ্বাসরোধ করে হত্যা করেছে।
আটক মা মেয়েশিশুকে হত্যার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘরের দুই পাশের দরজা খোলা ছিল। অন্য কেউ রাইসাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।