নেত্রকোনায় জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা কমিটির উদ্যোগে শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা শহরের ছোটবাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া চাওয়া হয়।
ইফতার ও দোয়া মাহফিলে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, সহসভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, মহিলা দলের জেলা সভাপতি অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, বিএনপির নেতা অ্যাডভোকেট মাহফুজুল হক, আবদুল ওয়াহাব ভূঁইয়া, মোস্তাক আহম্মেদ, শ্রমিক দল নেতা হাবিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র চেয়ারপারসন তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়ায় অংশ নেন দলীয় নেতাকর্মীরা।