নেত্রকোনায় লন্ডনের যুবলীগ নেতার ইফতার

যুক্তরাজ্য প্রবাসী লন্ডন যুবলীগের প্রচার সম্পাদক শাহ মোহসিনের উদ্যোগে গতকাল শুক্রবার বাহাদুরকান্দা এলাকাবাসীর জন্য ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ছবি : এনটিভি
যুক্তরাজ্য প্রবাসী লন্ডন যুবলীগের প্রচার সম্পাদক শাহ মোহসিনের উদ্যোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাহাদূরকান্দা এলাকাবাসীর জন্য ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার বাহাদূরকান্দার একটি মসজিদ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ,আওয়ামী লীগ নেতা আব্দুল আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ বিশ্বাস, যুবলীগের নেতা মাসুদ রানা, স্মরণ খান, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. এম এ হান্নান, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর অনেকে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।